গাংনীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের কর্মশালা
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। কর্মশালার আয়োজ করেন জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচী ও ব্রাক।
গাংনী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের ডা. আদিলা আজহার আরশীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথী ছিলেন ডা. আব্দুল্লাহ আল আরাফাত, গাংনী উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের টিএলসিএ জাহিদুল ইসলাম ও ধানখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান মফিজুল ইসলাম।
ব্রাকের জেলা সমন্বয়কারী শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ম্যানেজার অচীন্ত কুমার। প্রজেক্টরের মাধ্যমে যক্ষার বিস্তারিত তুলে ধরেন ডিএসএমও ডা. হুমাইরা আয়েশা।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগন উপ¯ি’ত ছিলেন।