গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার প্রীতম সাহা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ও (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও শহিদুল ইসলাম শাহ, গাংনী পৌরসভা, আনসার ভিডিপি, গাংনী উপজেলা স্বাস্থ বিভাগ, উপজেলা কৃষি অফিস, উপজেলা যুবলীগ, পল্লী বিদ্যুৎ সমিতি, পাট বীজ উন্নয়ন অফিস, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় গাংনী পাইল মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।