গাংনীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আয়োজনে পালিত হয়েছে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী প্রেসক্লাবে কেক কেটে আলোচনা সভা করা হয়। যায়যায়দিন পত্রিকার গাংনী উপজেলা প্রতিনিধি মজনুর রহমান আকাশের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে কেক কাটেন মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।
অনুষ্ঠানে যায়যায়দিনের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উ দৌলা রেজা, সম্পাদক মাহাবুব আলম, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, গাংনী মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রমজান আলী, আহম্মদ আলী টেকনিক্যাল কলেজের প্রভাসক রফিকুল আলম বকুল ও উকিল জুরাইস ইসলাম।
অনুষ্ঠানে যায়যায়দিন পত্রিকার মঙ্গল কামনা করা হয়।