708
গাংনীতে রাস্তায় পাশে পাট শুকানোর কাজ \ গুরুতর আহত শিক্ষক
এম চোখ ডট কম, গাংনী: রাস্তার পাশে পাটের আঁশ ছাড়ানোর সময় রসি ছুড়ে দেওয়ায় গুরুতর আহত হলেন এক কলেজ শিক্ষক। মেহেপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষক জাবলুন্নবীর (৪৫) ডান হাতের কব্জি ভেঙ্গে গেছে। তিনি তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক। জানা গেছে, জাবলুন্নবী এইচএসসি পরীক্ষার বামন্দী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের হলসুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে গাংনী থেকে মোটর সাইকেলযোগে বামন্দী পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন জাবলুন্নবী। তেরাইল জোতি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মাঝামাঝি স্থানে পৌঁছান তিনি। সেখানে রাস্তার পাশে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন কয়েকজন। এসময় তারা লম্বা একটি রসি রাস্তার উপরে ছুড়ে দেয়। ওই রসিতে মোটর সাইকেল জড়িয়ে সড়কের উপরে ছিটকে পড়েন শিক্ষক জাবলুন্নবী। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, শিক্ষক জাবলুন্নবীর ডান হাতের কব্জি ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সড়কে চলাচলকারীরা জানান, এ উপজেলার বিভিন্ন সড়কে যত্রতত্র পাট ও পাটকাঠি শুকানোর কাজ করায় চলাচলে মারাত্মকভাবে বিঘœ ঘটছে। প্রায়ই ঘটছে অনাকাঙ্খিত দুর্ঘটনা। তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখে সড়কে নিবিঘেœ চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছেন ভুক্তভোগীসহ সড়কে চলাচলকারীরা।