273মেহেরপুরের চোখ ডট কম, গাংনী :
গাংনীতে র্যাবের অভিযানে গাঁজাসহ একজন আটক
মেহেরপুরের চোখ ডট কম, গাংনী :
৯২৫ গ্রাম গাঁজাসহ সাদ আহাম্মেদ (৫০) নামের এক জনকে আটক করেছে র্যাব। র্যাব-১২, সিপিসি মেহেরপুর গাংনী ক্যাম্পের একটি অভিযান দল বুধবার বিকেলে গাংনী আমতৈল গ্রামে এ সফল অভিযান পরিচালনা করে।
আটক সাদ আহাম্মেদ আমতৈল গ্রামের মৃত রায়হান উদ্দীনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানায় এলাকার মানুষ।
অভিযানের নেতৃত্বে ছিলেন র্যাব ১২ সিপিসি মেহেরপুর (গাংনী ক্যাম্প) কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার গোলাম ফারুক।
র্যাব সুত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আমতৈল গ্রামে অভিযান চালায়। এসময় আমতৈল গ্রামের গোরস্থানপাড়া থেকে ৯২৫ গ্রাম গাঁজাসহ সাদ আহম্মেদকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহত ১টি মোবাইল ফোন ও নগদ ৯শ টাকা জব্দ করা হয়। গতকালই তার নামে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করেছে র্যাব। এ মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানায় গাংনী থানার একটি সুত্র।
র্যাব জানায়, আটক সাদ আহাম্মেদ র্যাবের প্রাথমিক জিজ্ঞাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।
আরও পড়ুন : গাংনীতে র্যাবের অভিযানে পর্ণোগ্রাফি মামলার আসামী গ্রেপ্তার