গাংনীতে র্যাবের অভিযানে ১৭ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর বামন্দী থেকে ১৭ বোতল ফেনসিডিলসহ বাশার বিশ্বাস (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে র্যাব ১২ গাংনী ক্যাম্পের একটি চৌকষ দল এ সফল অভিযানে তাকে আটক কের।
আটক বাশার বিশ^াস গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আনারুল ইসলাম বিশ্বাসের ছেলে।
র্যাব সুত্রে জানা গেছে, মাদক কেনাবেচার সংবাদের ভিত্তিতে র্যাব ১২ গাংনী ক্যাম্পের একটি দল বামন্দী পশ্চিমপাড়ায় অভিযান চালায়। এসময় ১৭ বোতল ফেনসিডিলসহ বাশারকে আটক করে র্যাব। এসময় কাছ থেকে একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। যা মাদক ব্যবসার কাজে ব্যবহার করা হয়েছে। বাশার বিশ^াস একজন মাদক ব্যবসায়ী বলে জানায় র্যাব। বাশারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের উদ্দেশ্যে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
আরও পড়ুন : গাংনীতে স্বস্তির বৃষ্টি ।। প্রাণ করেছে শীতল সাগরে লঘুচাপ, শনিবার যেমন থাকবে আবহাওয়া