এম চোখ ডট কম, গাংনী:
দুই কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে গাংনী উপজেলার নওপাড়া বাজারে এ অভিযান চালায় র্যাব-৬ সিপিসি ২ গাংনী ক্যাম্পের একটি অভিযান দল।
আটকৃকরাত হচ্ছে- ভাটপাড়া গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪০) ও চিতলা গ্রামের মৃত জুমাদ হোসেন ঝন্টুর ছেলে আনোয়ার হোসেন (২৫)।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে নওপাড়া বাজার এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য কেনাবেচনার জন্য কয়েকজন অবস্থান করছেন। এসময় সেখানে অভিযান চালিয়ে আনারুল ও আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম র্যাব সদস্যরা। আটক দু’জনের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ২টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়। আনারুল ও আনোয়ারের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করে র্যাব। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে শনিবার মেহেরপুর আদালতে সোপর্দ করেছে গাংনী থানা।
