গাংনীতে লাল্টু মিয়া নামের এক বালু ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া গ্রামের বালু ব্যবসায়ী লাল্টু মিয়ার (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। বাড়ির পাশর্^বর্তী গ্রামে নির্মানাধীন একটি ভবনে মাটি ফেলার কাজের কাছে অবস্থান করার সময় আজ বুধবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে পুলিশ।
নিহত লাল্টু মিয়া পোড়াপাড়া গ্রামের খেদের মন্ডলের ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় বালু ভরাটের উদ্দেশ্যে বাঁশবাড়ীয়া গ্রামে যায় লাল্টু মিয়া। চিতলা গ্রামের একটি পুকুর থেকে মাটি নিয়ে ট্রাক্টর ট্রলিতে বাঁশবাড়ীয়া গ্রামের নির্মানাধীন ভবন ভরাট চলছিল। ভোরের দিকে পথচারীরা তার মরদেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পরিবার।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করা হবে বলে জানান ওসি।
আরও পড়ুন : ইয়াবা ট্যাবলেটসহ কারারক্ষী গ্রেপ্তার চোরাই গয়না কিনে গ্যাড়াকলে গাংনীর জুয়েলারী ব্যবসায়ী ॥ আটক দুই