241এম চোখ ডটকম,গাংনী: গাংনী থানা চত্বরে ৮ লাখ টাকা ব্যয়ে শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টায় মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে লাশ ঘর উদ্বোধন করেন।
Copyright @2021-2022 All Right Reserved – Designed and Developed by Developer Joynal