এম চোখ ডটকম, গাংনী:
ম গাংনীর পৃথক দুটি স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাহিদুজ্জামান খোকন এমপি। বুধবার গাংনীর সহবাড়িয়া ও তেতুলবাড়িয়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
ষোলটাকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র অনুষ্ঠানে ৪০০ শীতের শাল চাদর প্রদান করেন এমপি সাহিদুজ্জামান। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেল সাড়ে তিনটার দিকে তেতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন সাহিদুজ্জামান খোকন এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাস্টার, মনিরুজ্জামান আতুসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।