122
গাংনীতে শেখ রাসেল দিবস পালিত
এম চোখ ডট কম, গাংনী:
শেখ রাসেল দিবস পালনে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে একটি শুভযাত্রা উপজেলা পরিষদের সামনের সড়ক ঘুরে শেষ হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা আনছা ভিডিপি কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।