গাংনীতে শ^শুর হত্যার দায়ে জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আপন চাচা শশুর কাজিম উদ্দীন হত্যার দায়ে জামাতা শরিফুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জুন) বিকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত শরিফুল ইসলাম কাজীপুর গ্রামের মাঠপাড়ার গ্রামের রঞ্জিত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ মে সন্ধ্যায় গ্রামের নাজিমুদ্দিনের চায়ের দোকানে চায়ের বিল দেওয়া কেন্দ্র করে শরিফুল ইসলামের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাজিমুদ্দিনের পুরুষাঙ্গ চেপে ধরে কিল, ঘুষি মারতে থাকে শরিফুল ও তার সঙ্গীয় কয়েকজন। এতে ঘটনাস্থলেই কাজিমুদ্দীনের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে আবু সাঈদ বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে শরিফুল ইসলামকে প্রধান আসামি করে নাজিম, মজনু, মনির, জিয়া, পচু, মঞ্জু, মিনা ও তার স্ত্রী মহিমাকে আসামি করা হয়। মামলা তদন্ত করে শরিফুল, মঞ্জু বেগম, মিনা, মহিমা, রঞ্জিত, ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
এদিকে মামলাটির বিচার কার্যক্রমে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন বিজ্ঞ আদালত। প্রধান আসামি শরিফুলের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অপর আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেন বিজ্ঞ আদালত।
মামলাটি পরিচালনায় কৌশলী ছিলেন রাষ্ট্রপক্ষে পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে এ কে এম শফিকুল আলম।
আরও পড়ুন: গাংনীতে মাদক ব্যবসায়ী আমেনা ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার আগামী বিশ্বকাপ খেলব না, দেখব: মেসি