গাংনীতে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম, গাংনী :
গাংনীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রাতে জাতীয়তাবাদী শ্রমিক দল গাংনী উপজেলা ও পৌর শাখার আয়োজনে পৌর শহরের হাসপাতাল বাজারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গাংনী পৌর শ্রমিক দলের সভাপতি বশির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, গাংনী উপজেলা শ্রমিক দলের সভাপতি হামিদুর রশিদ মুন্না,গাংনী পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন বিশ্বাস, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,দীর্ঘ ১৫ টি বছর আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে জাতীয় শ্রমিক দল কোন ধরনের সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। যখনই সাংগঠনিক কার্যক্রম করতে গিয়েছি আওয়ামী সরকারের দোসররা আমাদেরকে বাধা দিয়েছে। শুধু বাধা দিয়ে শান্ত হয়নি, জেল জুলুম মামলা এসব ছিল নিত্যদিনের সাথী। তাদের দুর্নীতি জুলুম-নিপীড়ন এসব কথা বলে শেষ করা সম্ভব নয়। আজ আমরা ছাত্র জনতার আন্দোলনের ফলে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যেখানে আমরা স্বাধীনভাবে সকল কার্যক্রম করতে পারছি। এখনই সময় আমাদের জাতীয় শ্রমিক দলকে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন সহ সকল পর্যায়ে সুসংগঠিত করা। জাতীয় শ্রমিক দল শ্রমিকদের উন্নয়নে সর্বদা প্রস্তুত, শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে রাতদিন নিরোলস ভাবে তাদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।