গাংনীতে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
এম চোখ ডট কম, গাংনী: বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে গাংনী উপজেলা শ্রমিক লীগ। বৃহস্পতিবার বিকেলে গাংনীর সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান সিপুর রাজনৈতিক কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ গাংনী উপজেলা শাখার আহবায়ক মনিরুল ইসলাম মনি। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল বাসার, সাবেক ছাত্রনেতা তানভিরুল ইসলাম উজ্জল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের শ্রমিক লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কেক কাটার পর আলোচনা সভায় আগামি নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহবান জানান শ্রমিক লীগ নেতারা। অনুষ্ঠানে দো’আ মোনাজাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।