এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের জমি জমা সংক্রান্ত ও বাঁশ কাটার জেরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে পতিপক্ষ। আজ শুক্রবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন চেংগাড়া গ্রামের মৃত মোসলেম হোসেনের ছেলে আব্দুল হালিম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২০১০ সালে আসালত মোল্লার ছেলে আব্দুল বারী মেহেরপুর জজ কোর্টে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর ১১৫/১০। উক্ত মামলাটি সেচ্ছায় তুলে নেন তিনি। পুনরায় ২০২২ সালে আব্দুল বারী বাদি হয়ে মেহেরপুর জজ কোর্টে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৬০/২২। বর্তমানে মামলাটি মেহেরপুর আদালতে চলমান রয়েছে।
তিনি আরও জানান, আমার পিতার নামে এস এ খতিয়ান ১২৬ এবং আমাদের ওয়ারিশগণের নামে আর এস ১২৪ খতিয়ান প্রচলিত আছে। এস এ দাগ নং ৬৭৭ আরএস দাগ নং ১৭৮৭ শেণী বাঁশ বাগান ৪২ শতক জমি আছে। উক্ত জমিতে আমি ৩০/৩৫ দাগে আম বাগান, মেহগনি বাগান করেছি। সেই বাগানটি বাদীগনের বাড়ির কাছে হওয়ায় তারা দফায় দফায় দিনে ও রাতে লিটন ও তার লোকজন দিয়ে বাঁশ বাগনের ক্ষতি সাধন করে আসছে। ঘটনার দিন সাক্ষীগণ দেখে লিটনের আত্বীয় রুবেলসহ ও আরো অজ্ঞাত ৫ থেকে ৬ জন বাঁশ কাটছে। সাক্ষীগণ নিষেধ করায় তারা বাঁশ নিয়ে পলায়ন করে। কয়েক দফায় বাঁশ কাটার হিসেবে প্রায় ৬০ টি বাঁশ কর্তন করেছে। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা ভূয়া না।