গাংনীতে সড়ক দুর্ঘটনায় রাজমিস্ত্রি নিহত
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম ৩৬ নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের খবির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মেহেরপুর প্রধান সড়ক পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আব্দুর রহিম। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী এবং আব্দুর রহিম সড়কের উপরে পড়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা উদ্ধার করে আব্দুর রহিমকে বামনদের একটি ক্লিনিকে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে অবস্থা বেগতিক দেখে একটি টিভিএস মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের ২ আরোহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশের একটি দল।