গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক রিয়াজ উদ্দীন আর নেই
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর চেংগাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষক রিয়াজ উদ্দীনের (৫০) মৃত্যু হয়েছে। দীর্ঘ ৩০ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জালড়ে ঢাকার একটি হাসপাতালে মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার বেলা এগারটায় বাদিয়াপাড়া গ্রামে জানাযা শেষে দাফন করা হবে।
রিয়াজ উদ্দীন গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে। তিনি কাজিপুর ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন।
জানা গেছে, মাথায় গুরুতর আঘাতের ক্ষত নিয়ে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে অপারেশনের প্রয়োজনের কথা জানান চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে সাড়া দেওয়া হলে দ্রæত তার অপারেশন হয়। মঙ্গলবার ভোরে অপারেশনের হলেও শারীরিক অবস্থার অবনতি হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় তার হার্ট অ্যাটার্ক হয়। একদিকে মাথায় গুরুতর আঘাত এবং হার্ট অ্যার্টাক হওয়ায় তিনি অজ্ঞান ছিলেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোক বিরাজ করছে বিভিন্ন মহলে।
জানা গেছে, রিজা উদ্দীনের মরদেহ মঙ্গলবার রাতেই গ্রামের বাড়িতে পৌঁছায়। বুধবার বেলা এগারটায় গ্রামেই জানাযা অনুষ্ঠিত হবে। এর পরেই তাকে চির সমায়িত করা হবে।
রিয়াজ উদ্দীন এক সময়ের তুখোড় ছাত্রনেতা। এক সময় গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি। কর্মজীবনেও তিনি রাজনীতের সাথেই সম্পৃক্ত ছিলেণ। পাশাপাশি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ১নং এলাকা পরিচালক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে রাজনৈতিক মহলেও।
প্রসঙ্গত, সোমবার গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেলযোগে গাংনী শহরে আসছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালনের লক্ষ্যে নির্বাচন অফিস আয়োজিত প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। গাংনী পৌরসভা এলাকার আগে চেংগাড়া গ্রামের মাঠের মধ্যে পৌঁছান তিনি। এসময় সামনে থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন রিয়াজ উদ্দীন ও অপর মোটর সাইকেল চালক সোনালী ব্যাংক জোড়পুকরিয়া শাখার কর্মকর্তা রাফিউল ইসলাম রাসেল। স্থানীয় তাদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাতের চিকিৎসার জন্য তাকে গাংনী থেকে প্রথমে কুষ্টিয়ায় এবং পরে ঢাকায় নেওয়া হয়। তবে আহত রাসেল বর্তমানে আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক-ব্যাংকার আহত বুধবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি