গাংনীতে সড়ক নিরাপদ রাখার দাবিতে মানব বন্ধন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী পৌরসভার ড্রেন এবং সড়ক ও জনপথ বিভাগের ফোর লেন রাস্তা নির্মান কাজের ফলে সড়ক হয়ে উঠেছে অনিরাপদ। বিশেষ করে ড্রেন নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক দখল করে রেখেছে নির্মান সাগ্রহী। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। তাই সড়ক নিরাপদ রাখার দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর মানব বন্ধন করেছেন এলাকার লোকজন।
গাংনী পশ্চিম মালসাদহের টেপিপাড়ায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে এবং গাংনী হাটবোয়ালিয়া সড়কের পূর্বমালসাদহে পৃথক এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনের বক্তারা বলেন, গাংনী পৌরসভার নির্মানাধীন ড্রেনের কাজের জন্য সড়কের উপরে রাখা হয়েছে বালু, ইট ও পাথর। সড়কের অর্ধেকের বেশি জয়গা দখল করায় যানজটে নাকাল হচ্ছেন পথচারীরা। বিশেষ করে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গাংনী কেন্দ্রীয় ঈদগাহ থেকে পূর্বমালসাদহ ব্রিজ পর্যন্ত চলাচলের পথ সংকুচিত হয়েছে। অন্যদিকে বৃষ্টিকাদায় রাস্তা হয়েছে পিচ্ছিল। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন কোন কিছুতে কর্ণপাত না করে তাদের মালামাল অবৈধভাবে রেখেই চলেছেন।
এদিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশেও ড্রেনের কাজের একই অবস্থা। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন গুরুত্বপূর্ণ এ সড়কটির উপর পাথর ফেলে রাখে। যে পাথরে উপরে পড়ে ট্রাক চাপায় আতিয়ার রহমান নামের এক শ্রমিক নিহত হয়। এ ঘটনায় স্থানীয় মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। যার বহিঃপ্রকাশ হিসেবেই গতকাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনতিবিলম্বে সড়কের উপর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মান সামগ্রী সরানো না হলে আরও কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয় এ দুটি মানববন্ধন থেকে।