এম চোখ ডট কম, গাংনী: রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাইদ কর্তৃক প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে গোরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। আজ সোমবার (২২ মে) দুপুরে গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ আয়োজিত এ প্রতিবাদী অনুষ্ঠান থেকে আবু সাইদকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি করা হয়। দুপুরে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট নেতাকর্মীদের অংশ গ্রহণে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল থেকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে বাস স্ট্যান্ডে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাংনী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদ ফিরোজ আহমেদের সঞ্চলনায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনীতে সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
185
previous post