গাংনীতে সাংবাদিকদের সাথে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময়
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা। বুধবার দুপুরে বামন্দী বাজারস্থ সংস্থাটির কার্যলয়ে এ মতবিনিময় সভায় সংস্থার এক বছরের অর্জিত বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর উম্মে সালমা।
সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সংস্থার ফাইনান্স ও অ্যাডমিন অফিসার ফরহাদ ও প্রজেক্ট অফিসার মানসুরা খাতুন মুক্তা।
মত বিনিময় সভায় গত ২০২৩ সালের অর্জন সমুহু তুলে ধরা হয়। জানানো হয় সংস্থাটি ১৮ অভিযোগের মধ্যে ৮টি মিমাংসা করে, আদালতে প্রেরণ করা হয় ৩টি নথিভুক্ত ২টি ও বিচার চলমান রয়েছে ৫ টি। এ ছাড়াও সদস্যদের মাধ্যমে ১৪টি বাল্য বিবাহ বন্ধ, দাম্পত্য কলহ নিরসন ৫৯টি, জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা ১টি, সামাজিক কলহ নিরসন ৪টি ও ইভটিজিং প্রতিরোধ করা হয় ২টি। এ ছাড়াও ৪টি যৌতুক বিহীন বিবাহ সম্পন্ন, ২টি বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন করানো হয়। এগুলো সদস্যদের মাধ্যমে অর্জিত বলে জানান সংস্থাটি।
এসময় সংস্থার বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন