গাংনীতে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধুর !
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর ভবানীপুর গ্রামে সাপের ছোবলে প্রাণ গেল সালমা খাতুন (২০) নামের এক গৃহবধুর। আজ শনিবার শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বসতবাড়িতে সাপের ছোবলে পর হাসপাতালে নেওয়ার সময় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
গৃহবধু সামলা খাতুন ভবানীপুর গ্রামের কৃষক রাসেল হোসেনের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে বসতবাড়িতে সবজি মাচান তৈরী করার সময় তার পায়ে সাপে দংশন করে। স্থানীয় সচেতন লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও পরিবারের লোকজন তা অগ্রাহ্য করে। সালমার পিতার বাড়ি ভবানীপুর গ্রামের পাশের গ্রাম রামনগরের এক ওঝাঁর কাছে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় ধরে কথিত ওঝাঁ নানা কেরামতি দেখিয়ে বিষ নামানোর নাটক করে। তবে সময় গড়ানোর সাথে সাথে সালমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে ওঝাঁ হাল ছেড়ে দেয়। পরিবারের লোকজন সন্ধ্যার দিকে তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে মিরপুরের কাছাকাছি গেলে সালমা ঢলে পড়েন মৃত্যুরকোলে।
পরিবারের লোকজনের অসচেতনতা আর কথিত ওঝাঁর অপচিকিৎসায় গৃহবধু সামলার মৃত্যু হয়েছে বলে মন্তব্য এলাকার সচেতন মহলের।
বিষয়টি গোচরে আনলে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কথিত ওঝাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।