গাংনীতে সাবেক এমপি আমজাদ হোসেনের সাথে পৌর বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়
এম চোখ ডট কম, গাংনী:
আগামী ১ লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন গাংনী পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (২৮ আগস্ট) গাংনীস্থ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি আমজাদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী কিভাবে পালন করা হবে সে বিষয়ে পৌর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিয়ে আমজাদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা একটা স্বৈরশাসকের অধীনে ছিলাম এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল জুলুম মামলা মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছি। বারবার আমার এ অফিসে হামলা করেছে ও আমাকে সহ নেতাকর্মীদের উপর অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে। ছাত্রদের আন্দোলনে অনেক ছাত্র জনতা নিহত হয়েছে আওয়ামীলীগ ও পুলিশের গুলিতে। সকল প্রতিকুল অবস্থা কাটিয়ে দলকে কার্যকর ও জনবান্ধব করতে হবে।
অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহেল মারুফ পলাশ, সহ সভাপতি সুজন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম কালাম, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, ১ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আল ও সাধারণ সম্পাদক আবদুল গনি, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি গোলাম হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কাউছার, ৬, নং ওয়ার্ড বিএনপির সম্পাদক নাসির উদ্দীন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজনু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আনিছুর রহমান লেবু, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আহসানুল হক সুমন সহ পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।