গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ফলোআপঃ মেহেরপুরের গাংনীতে স্ত্রী ও তার বাপের বাড়ির লোকজনের ওপর অভিমান করে বিষ পান এর চেষ্টা করে রায়হান আলী(১৮) নামের এক যুবক। শনিবার (১২ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রায়হান আলী উপজেলা তেরাইল গ্রামের বাগানপাড়ার মহিবুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাইহানের বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রাম বাদিয়াপাড়া গ্রামে। কয়েকদিন আগে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হওয়ায় স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। এতে রাগে অভিমানে শুক্রবার দুপুরে তেরাইল মাঠে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে। লোকজন উদ্ধার করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করলে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক(আরএমও) মারুফ জানান, পাকস্থলী থেকে বিষ উত্তোলন করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান!! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
86