গাংনীতে স্পট ডিভোর্স এন্ড ম্যারেজ!
মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
বিয়ের মাত্র চার দিনের মাথায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে প্রথম স্বামীকে বিয়ে করেছেন এক নারী। ওই নারীর বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।
দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে আবারও প্রথম স্বামীর কাছে ফিরে গেছেন। ঘটনাটি মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারে। দ্বিতীয় স্বামীকে তালাক ও প্রথম স্বামীর বিয়ে ঘটনাটি একই সময়ে ঘটেছে।
জানা গেছে, ওই নারীর স্বামী একজন ফল বিক্রেতা। মিসকলের সূত্র ধরে হেমায়েতপুর বাজারে আব্দুল কুদ্দুস ফকিরের ছেলে চা দোকানি আলী হোসেনের সাথে পরিচয় হয় ওই নারীর। পরে মাস তিনেক আগে প্রথম স্বামী রাজুকে তালাক দিয়ে সেখানেই বসবাস করছিলেন। গত ১৬ ই এপ্রিল ই নারী আলি হোসেনকে বিয়ে করে তার বাড়ি চলে আসে।
বিষয়টি টের পেয়ে প্রথম স্বামী ও বাবা সাইফুল ইসলাম চলে আসেন হেমায়েতপুর। সেখানে এক বৈঠকে আলি হোসেনকে স্পট তালাক ও প্রথম স্বামিকে বিয়ে করে ফিরে যান রাজশাহীতে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে।