274
এম চোখ ডট কম, গাংনী:
দুই বোতল স্পিরিটসহ দুজনকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদেরকে গাংনী উপজেলার করমদি পাগলার মোড় থেকে গ্রেফতার করে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল।
এরা হচ্ছে- পলাশী গ্রামের তাজুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন ও তেতুলবাড়িয়ার নুরু বক্সের ছেলে লালন(২২)।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক দুজন স্পিরিট নিয়ে আসছে মর্মে সংবাদের ভিত্তিতেএসআই মঞ্জুর হাসানের নের্তৃত্বে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।