গাংনীতে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের গণসংযোগ
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের গণসংযোগ অব্যহত রয়েছে। বৃহস্পতিবার তিনি বামন্দী ইউনিয়নে এবং তার পক্ষে আরও দুটি ইউনিয়নে আনুষ্ঠানিক গণসংযোগ করা হয়।
দুপুর থেকে রাত পর্যন্ত বামন্দী ইউনিয়নের দেবীপুর ও কল্যাণপুর গ্রামে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন। এসময় তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতিবিনিময় করেন। গ্রামের পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপনের নেতৃত্বে ধানখোলা ইউনিয়নে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে তিনি নেতাকর্মীদের মতবিনিময় এবং ট্রাকের লিফলেট বিতরণ করেন। একই সময়ে গাংনী পৌর এলাকায় সাবেক ছাত্র নেতা শাহিদুজ্জামান সিপুর নেতৃত্বে গণসংযোগ করা হয়। এসময় উপজেলা শ্রমিক লীগ সভাপতি মনিরুল ইসলাম মনি ও সাবেক ছাত্রলীগ নেতা তানভিরুল ইসলাম উজ্জলসহ নেতৃবৃন্দ সঙ্গে ছিলেন।