গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালন
এম চোখ ডট কম, গাংনী:
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গাংনী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসুচীর আয়োজন করে।
বিকেলে শহরের প্রধান সড়কে শোক শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচী শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোআ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবাহান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব জীবন আকবর। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, ডলার, সাগর, সজিব, তৌফিক, নুর ইসলামসহ নেতৃবৃন্দ।