গাংনীতে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
এম চোখ ডট কম, গাংনী: মাদক বিরোধী এক সফল অভিযানে তিন গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ অভিযান চালায় গাংনী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- রামদেবপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে রনি আহম্মেদ (২৫) ও একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে পারভেজ মোস্তাকিন (২৩) এবং খাসমহল গ্রামের সুরমান আলীর ছেলে শরিফুল ইসলাম কালু (২৮)। অভিযানের নেতৃত্বে ছিলেন গাংনী থানার এসআই আশিকুর রহমান। জানা গেছে, গ্রেফতার তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর জোগসাজসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য কেনাবেচার সাথে জড়িত। মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে এসআই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খাসমহল থেকে তেঁতুলবাড়ীয়াগামী পাকা রাস্তার পাশে জনৈক রবিউল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেরে দৌঁড়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। কিন্তু পুলিশের অভিযান দলের সদস্যরা তাদের পিছু ধাওয়া করে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় তিন গ্রাম হেরোইন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার তিনজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।