গাংনীতে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচী
এম চোখ ডটকম,গাংনী: বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূনীর্তির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে মেহেরপুরের গাংনীতে বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে গাংনী বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে উপজেলা বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আউয়াল, সেলিম আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুল ইসলাম নাসির, বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক যুবদলের জেলা সাধারণ সম্পাদক কাওসার আলী, উপজেলা যুবদলের সভাপতি চপল বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব এনামুল হক, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান বিপ্লব, পৌর জাসাসের সভাপতি সৌরভ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।