গাংনীতে ২ কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার
এম চোখ ডট কম, গাংনী:
ইন্তাজ আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে তার নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার ইন্তাজ আলী ওই গ্রামের আকছেদ আলীর ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ইন্তাজ আলী সীমান্ত এলাকা থেকে ২ কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তার বাড়িতে গেল রাতে অভিযান চালায়। এ সময় স্কচ স্টেপ দিয়ে মোড়ানো গাঁজার দুটি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি। গাঁজা রাখার অপরাধে ইন্তাজকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতার ইন্তাজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও একজন সন্দিগ্ধ আসামি রয়েছে। ইন্তাজ আলীকে মেহেরপুর আদালতের সোপর্দ করা হচ্ছে ।