গাংনীতে ৪ কোটি ২৯ লাখ টাকা ব্যায়ে তিনটি সড়কের উদ্বোধন
এম চোখ ডটকম,গাংনী:
শেখ হাসিনা সরকারের আমলে মেহেরপুর, গাংনীসহ সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। দেশ ও জনগনের উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলে আহবান জানান মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মেহেরপুরের গাংনীতে চার কোটি ২৯ লাখ টাকা ব্যায়ে তিনটি সড়কের উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
সড়ক গুলোর মধ্যে রয়েছে-২০২১-২০২২ অর্থ বছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপুর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গাংনীর চৌগাছা থেকে হিজলবাড়িয়া দুই কিলোমিটার সড়ক। এতে ব্যয় হয় এক কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৪৬৬ টাকা। ব্রজপুর মোড় হতে ভবানীপুর কানেক্ট রোড এক কোটি ৪১ লাখ ৬১ হাজার ১১৫ টাকা ও ভবানীপুর থেকে বেতবাড়িয়া মাথাভাঙ্গা নদী পর্যন্ত সড়ক উন্নয়ন যার ব্যয় এক কোটি ৫৬ লাখ ৫৮ হাজার ৮৩৪ টাকা।
এসময় সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুমউল হক মিন্টু,উপজেলা এলজিইডির কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এলাকাবাসি জানান, সড়ক তিনটির উন্নয়নের ফলে কৃষি, শিক্ষা ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যে উন্নয়ন ও প্রসার ঘটবে।