গাংনীতে ৮০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার
এম চোখ ডট কম, গাংনী:
সাগর ওরফে আরজু (৩২) নামের এক ব্যক্তিকে ৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের এক অভিযানে রোববার (১৭ জুলাই) রাতে ক্যাম্পের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাগর ওরফে আরজু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা পশ্চিমপাড়ার মকছেদ আলীর ছেলে।
ভবানীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জহির রায়হান সঙ্গীয় এএসআই শরিফ আবুল কালামসহ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন :
সয়াবিনের দাম কমছে লিটারে ১৪ টাকা
পুলিশ সুত্রে জানা গেছে, সাগর ওরফে আরজু একজন মাদক পাচারকারী। সে মোটর সাইকেলে একটি ব্যাগে করে ফেনসিডিল নিয়ে গন্তব্যে যাচ্ছিলো। রাত পৌনে দশটার দিকে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশের ওই অভিযান দলটি তাকে থামিয়ে গন্তব্য সম্পর্কে জানতে চায়। এর এক পর্যায়ে তার মোটর সাইকেলে বাঁধা ব্যাগ থেকে ৮০ বোতল ফেনসিডিলের সন্ধান পাওয়া যায়। ফেনসিডিল পাচারের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার সাগর ওরফে আরজুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন :