254
এম চোখ ডট কম, গাংনী : গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এস.এ.আর.বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোট গ্রহণ করা হয়। এ ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারন সদস্য পদে ৫জন এবং শিক্ষক প্রতিনিধি ৩জনসহ মোট ৮জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য পদে জিনারুল ইসলাম ও কামরুল ইসলাম। সাধারণ অভিভাবক সদস্য পদে আতিয়ার রহমান ১০৬ ভোট, আনোয়ার হোসেন ১০৬ ভোট, কাউছার ৯৯ ভোট এবং আশাদুল ইসলাম ৯৮ ভোট পেয়ে জয়লাভ করেন। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শবনম মোস্তারী এবং সাধারন মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুর্শিদা খাতুন নির্বাচিত হন। উল্লেখ্য, এস.এ.আর.বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২০৭। ভোট পোল হয়েছে ১৯৮ । এ ভোটে রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু্ ও মেম্বর সারগিদুল ইসলাম প্যানেল (অঘোষিত) নিরষ্কুক বিজয় লাভ করে। ফলাফল ঘোষণার পর বিজয়ীরা চেয়ারম্যানের বাড়িতে উপস্থিত হন। সেখানে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ওই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ইউপি সদস্য সারগিদুল ইসলাম, সেকেন্দার আলী মাস্টার ও আবু সাইদ মাস্টার প্রমুখ। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান।