গাংনীর কৃতি ডাঃ মিজানুর রহমানের এমডি ডিগ্রি লাভ ।। ফুলেল শুভেচ্ছা
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুরের গাংনীর কৃতি সন্তান ডাঃ মিজানুর রহমান এম. ডি (নিউরোমেডিসিন) ডিগ্রি অর্জন করেছেন। কৃতি এই ডাক্তার উচ্চতর ডিগ্রি অর্জন করায় গাংনীর মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাংনীতে তার ব্যক্তিগত চেম্বারে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্মরত থাকলেও এলাকার মানুষের সু-চিকিৎসার কথা চিন্তা করে প্রতি শুক্রবার গাংনীতে রোগী দেখেন। গাংনীর এই গর্ব ডাঃ মিজানুর রহমানের সাফল্য কামনা এবং মেহেরপুর জেলার মানুষের চিকিৎসায় তিনি সারা জীবন নিবেদিত থাকবেন এ প্রত্যাশা সকলের।
ডাঃ মিজানুর রহমানের বাড়ি গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে। কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল থেকে বদলি হয়ে কুষ্টিয়া মেডিকেলে আসেন। বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি রেজিস্ট্রার মেডিসিন হিসেবে কর্মরত রয়েছেন।