গাংনীর ছেলে নাঈম কেন্ত্রীয় ছাত্রদলে
এম চোখ ডট কম, ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে জায়গা পেলেন মেহেরপুরের গাংনীর ছেলে ছাত্র নেতা নাঈমুর রহমান।
নাঈমুর রহমান সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র ও জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের একরামুল হকের পুত্র।
জাতীয়তাবাদী দলের পরিক্ষিত ও ত্যাগি ছাত্রনেতা হিসেবে দলে তার সুনাম রয়েছে।
আজ (২৪ আগষ্ট ২০২৩) শুক্রবার বাংলাদেশ ছাত্রদল সংসদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
মেহেরপুর জেলার জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মিসহ জাতীয়তাবাদীদল সমর্থীত দেশের সকল নেতা কর্মিদের প্রতি নাঈমুর রহমান কৃতজ্ঞতা ভালোবাসা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সেই সাথে সাথে দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।