গাংনীর ডেন্টিস্ট সৈকত আর নেই
এম চোখ ডট কম, গাংনী:
ঢাকাস্থ গাংনীর ডেন্টিস্ট সৈকত শাহরিয়ার মুর্শিদ আর নেই। লাইফ সাপোর্টে কয়েকদিন ধরে মত্যুর সাথে পাঞ্জা লড়ে আ রোববার সকালে চলে গেলেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন।
সোস্যাল মিডিয়ায় শত শত মানুষের শোকাহত পোস্টই বলে দেয় ব্যক্তি আর পেশাগত জীবনে অসংখ্য মানুষের ভালবাসা নিয়েই এগিয়ে যাচ্ছিলেন এই তরুণ ডাক্তার। পরিবার আর স্বজনদের শোক ছাপিয়ে পড়েছে গাংনীর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে।
দেশের খ্যাতনামা কথা সাহিত্যিক গাংনী ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষক রফিকুর রশিদ রিজভীর দুই রত্ন (পুত্র)। এর মধ্যে সৈকত ছোট। সৈকত ও তার স্ত্রী দুজনেই ডেন্টিস্ট। ঢাকায় নিজের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতেন স্বামী স্ত্রী দুজনে মিলে। দাম্পত্য জীবনে তাদের একটি শিশু সন্তান রয়েছে।
ঢাকা সিটি ডেন্টাল কলেজের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা ডেন্টাল হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন।
১৭ অক্টাবর রাতে নিকুঞ্জ এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন সৈকত। এসময় ট্রেনের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।
তাকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিউরো সাইন্স হাসপাতালে। বেশ কয়েকদিন ধরেই ছিলেন লাইফ সাপোর্টে। তার শরীরে অপারেশনের প্রয়োজন হলেও শারীরিক অবস্থা গুরুতর তাই সম্ভব হয়নি। চিকিৎসকরা অপেক্ষা করছিলেন; অবস্থা একটু ভাল হলেই অপারেশন করবেন।
জানা গেছে, ঢাকা থেকে মরদেহ গাংনীতে আনার প্রক্রিয়া চলছে। গাংনী হাইস্কুল ফুটবল মাঠে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি গাড়াডোবে দ্বিতীয় জানাযা শেষে গ্রাম্য কবরস্থানেই তাকে সমাধিস্থ করা হবে।