গাংনীর ধানখোলা বাজার কমিটির নির্বাচনে সভাপতি অনি, সম্পাদক টোকন
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজার কমিটির নির্বাচন জাঁকজমকপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিদ আহমেদ অনি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সাইদ টোকন। এদিকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন আল মামুন।
শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে বেলা ১২ পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ধানখোলা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত বাজার কমিটি নির্বাচনে সভাপতি পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তানজিদ আহমেদ অনি (আনারস প্রতীক) ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন (হরিণ প্রতীক) পেয়েছেন ৬১ ভোট। সাধারন সম্পাদক পদে আবু সাইদ টোকন (টিউবয়েল প্রতীক) ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন আলী(মোরগ প্রতীক) পেয়েছেন ৫৪ ভোট। এদিকে কোষাধ্যক্ষ পদে আল মামুন (মোবাইল ফোন প্রতীক) ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাবুল হোসেন(রিং স্লাব) পেয়েছেন ৭৩ ভোট।
নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন ধানখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল মোতালেব। এছাড়াও নির্বাচন কার্যক্রমে সহায়তা করেন রোকনুজ্জামান, জিয়ারুল ইসলাম, রেজানুর রহমান, ইসলাম হোসেন, শাহিন মিয়া, আব্দুল কুদ্দুস, শরিফউদ্দিন, মনিরুজ্জামান রন্টু, শাহজাহান কবির, আমিনুর রহমান মুক্তি ও আসাদুজ্জামান মিয়া।