গাংনীর পল্লীতে অগ্নিকাণ্ডে চারটি বাড়িঘর ভষ্মীভূত
মেহেরপুরের চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে আগুনে পুড়েছে চারটি পরিবারের বাড়িঘর। সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা। রোববার (১৬ এপ্রিল) দুপুরে চুলার আগুন থেকে এই আগুনের সুত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, মানিকদিয়া গ্রামের শাহানাজ আলীর স্ত্রী মুসলিমা খাতুন দুপুরে রান্না করছিলেন। রান্নার এক পর্যায়ে রান্নাঘরে আগুন লেগে যায়। প্রচণ্ড তাপদাহ বিরাজ করায় মুর্হূতেই আগুন ছড়িয়ে পড়ে শাহনাজের বসত বাড়িতে। তার বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ভষ্মীভূত হয়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশের ফজলু মিয়া, মুজাহিদ ও জিয়াদ আলীর বাড়িতে।
এদিকে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই শাহনাজের বাড়িঘর সম্পুর্ণরুপে পুড়ে যায়। আগুনের হাত থেকে বাড়ির কোন কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। অসহায় এই পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে বলেও জানান তারা।
বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইছাহাক আলী জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছি নয়তো আশেপাশে আরও বাড়িতে ছড়িয়ে পড়তো। চারটি বাড়িতে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়েছে। তাছাড়া নয় লক্ষ টাকার মালামাল আমরা আগুন থেকে উদ্ধার করতে পেরেছি।
ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার পাশা বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থরা চরম দুর্দশার মধ্যে পড়েছেন। তাদেরকে সরকারি সহায়তা প্রদানে সংশ্লিষ্ঠ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।