230
গাংনীর পল্লীতে আগুনে পুড়েছে কৃষকের বসতবাড়ি ॥ খোলা আকাশের নিচে বসবাস
এম চোখ ডট কম, গাংনী: গাংনী উপজেলার মটমুড়া গ্রামে আগুনে পুড়েছে এক কৃষকের বসতবাড়ি। নিমিষেই শেষ হয়েছে কৃষকের স্বপ্নের বাড়ি, নগদ টাকা আর অন্যান্য মালামাল। ফলে খোলা আকাশের নিচে অনাহারে সময় কাটানোর মত দুরাবস্থা এই কৃষক পরিবারটির। শনিবার (০৬ মে) বিকেলে রান্নাঘরের চুলার আগুন থেকে এ আগুনের সুত্রপাত। অপরদিকে একই সময়ে মটমুড়া গ্রামের আরেক কৃষকের দুটি রান্নাঘর পুড়ে গেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে মটমুড়া গ্রামের দক্ষিণপাড়ার কৃষক বাবর আলীর রান্নাঘরের চুলার আগুন থেকে পাশে থাকা খড়ির গাদায় আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। তাদের চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয়ভাবে চেষ্টা করে যখন আগুন নেভাতে ব্যর্থ হয় তখন খবর দেওয়া হয় বামন্দী ফায়ার সার্ভিসে। ফায়ারা সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছুনোর আগেই বাবর আলীর বসতবাড়ির তিনটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি গোয়ালে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লক্ষাধিক টাকা, খাদ্য-খাবার, আসবাবপত্রসহ বাড়ির প্রায় সব জিনিসপত্র ভষ্মীভূত হয়। তবে রক্ষা পায় গোয়ালে থাকা গরু-ছাগলগুলো। এদিকে ফায়ার সার্ভিস দলের চেষ্টায় আশেপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস দলের সদস্যরা। এ প্রসঙ্গে বামন্দী ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার ইছাহক আলী বিশ^াস জানান, বাবর আলীর বাড়িতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা নিরুপণ করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ছল লাখ টাকার মালামাল। এদিকে বাবর আলীর বাড়ির আগুন নেভানোর পর পরই একই গ্রামের টাকুব্বার আলীর রান্নাঘরে আগুন লাগে। রান্নার চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। মুহুুতেই টাকুব্বার আলী ও তার ছেলে সবুজ হোসেনের দু’টি রান্নাঘর পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয় ওই পরিবারের লোকজন।