গাংনীর পৃথক দুটি স্থানে অগ্নীকাণ্ডে ৫ লাখ টাকার মালামাল ভষ্মিভুত
এম চোখ ডটকম,গাংনী:
সোমবার মেহেরপুরের গাংনীর পীরতলা ও হেমায়েতপুরে অগ্নীকাণ্ডে তিনটি বাড়ির মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে। আগুন নেভাতে গিয়ে অগ্নীদগ্ধ হয়েছেন একজন। এতে নগদ টাকাসহ অন্ততঃ ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগিরা। চুলার আগুন থেকে এ অগ্নীকাণ্ডের সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
গাংনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসাহক আলী জানান, সকালে সিমান্ত এলাকা পীরতলা গ্রামের জহুরুল ইসলামের বাড়িতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে প্রতিবেশি ইকরামুল হকের বাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়।
অপরদিকে বিকেলে হেমায়েতপুরের হাসানের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। চুলার আগুন থেকে সৃষ্ট এ আগুনে নগদ ৬০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে ভষ্মিভুত হয়। এতে অন্ততঃ দুলাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে।