241
গাংনীর পৃথক দুটি স্থানে অগ্নীকাণ্ডে ৭টি বাড়ি ভষ্মিভুত॥একজন অগ্নীদগ্ধ
এম চোখ ডট কম, গাংনী : গত ২৪ ঘন্টায় মেহেরপুরের গাংনীর সীমান্ত সহড়াতলা ও হাড়াভাঙ্গা গ্রামে অগ্নীকাণ্ডে সাতটি বাড়ি ভষ্মিভুত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট ও চুলার আগুনে সৃষ্ট এ অগ্নীকাণ্ডে অন্ততঃ সাত লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়। বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসাহাক আলী বিশ্বাস জানান, সোমবার দুপুরে সহড়াতলার পালান মণ্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নীকাণ্ডের সৃষ্টি হয়। পরে তা গ্রতিবেশি মকলেছ ও আব্দুর রহিমের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়র সার্ভিসে খবর দিলে একটি টীম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তার আগেই আগুনে তিনটি বাড়ির ৫টি ঘর, নগদ টাকা ও মালামালসহ অন্ততঃ দুই লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে। অপরদিকে রোববার রাত সাড়ে আটটার দিকে হাড়াভাঙ্গা হাজিপাড়ায় অগ্নীকান্ডের সৃষ্টি হয় খলিলুর রহমানের বাড়ির চুলার আগুন থেকে। এ আগুন ছড়িয়ে পড়ে তার ছোটভাই শফিকুল, চাচাতো ভাই মতিয়ার ও নাসির উদ্দীনের বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে গেছে অন্ততঃ পাঁচ লাখ টাকার মালামাল। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন গৃহকর্তা শফিকুল ইসলাম। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মারুফ হোসেন জানান, আহত শফিকুল ইসলামের শরীরে ৬০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু জানান, অগ্নকাণ্ডের খবর পেয়ে দুটি স্থানই পরিদর্শন করা হয়েছে এবং সরকারী সহযোগিতার জন্য ভুক্তভোগিদের আবেদন দেয়ার জন্য বলা হয়েছে।