316
গাংনীর ফ্রী হোমিও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী: গাংনীর কসবায় ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কসবা পুরানো বজার এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কসবা ব্লাড ব্যাংক সোসাইটির ব্যবস্থাপনায় ও জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত ক্যাম্প ঢাকা থেকে আগত এক ঝাক হোমিওপ্যাথি চিকিৎসক দল সেবা প্রদান করেন। এদিন বিকেল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ক্যাম্পে কসবাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক রোগিকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়৷ এ সময় মানবিক কাজে অবদান রাখায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন কসবা ব্লাড ব্যাংক সোসাইটিকে জাইতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।