এম চোখ ডটকম: মেহেরপুর গাংনীর বামন্দী ভিটাপড়ায় সড়কের উপর দিয়ে ঘর নির্মান করছেন যশোর পিটিআই সুপার আতিয়ার রহমান। সড়কের হেরিং বন্ডের ইট তুলে রাস্তা দখলের প্রতিবাদ করেও কোন প্রতিকার পাইনি। উল্টো মামলায় হয়রানির হুমকি দিয়েছেন ওই কর্মকর্তা। প্রতিকারে বিক্ষুদ্ধ গ্রামবাসী মানব বন্ধন করেছেন। শনিবার বিকেলে ঘটনাস্থলে মানব বন্ধনে অংশ নেন গ্রামের কয়েকশ নারী পুরুষ।
মানব বন্ধনে বক্তারা বলেন, আতিয়ার রহমানের বাড়ি দেবীপুর গ্রামে। তিনি সম্প্রতি বহুতল ভবন নির্মান কাজ শুরু করেন। সড়কের দু’পাশে তার জমি। তাই সড়কের উপর দিয়ে ছাদ তৈরী করে দু’পাশের ভবন একত্র করার কাজ শুরু করেন। অপরদিকে সড়কের রাস্তার ইট অধেক পরিমাণ তুলে ফেলা হয়। বিষয়টির প্রতিবাদ জানায় গ্রামবাসী। এতে তিনি ঘর নির্মান কাজ বন্ধ না করে উল্টো গ্রামের মানুষের নামে মামলা করার হুমকি দেয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে নিজেকে ক্ষমতাবান মানুষ পরিচয় দিয়ে একের পর এক গ্রামের মানুষকে হুমকি দিতে থাকেন আতিয়ার রহমান। নিরুপায় হয়ে রাস্তায় নামে গ্রামের মানুষ। তারা রাস্তার পাশে একত্রিত হয়ে মানব বন্ধন করেন। রাস্তা বাচানো ও আতিয়ার রহমানের বিচারের দাবি করেন গ্রামবাসী।
৬০/৬৫ বছর আগে থেকে বামন্দী বাজারের প্রধান সড়ক থেকে ভিটাপাড়া দিয়ে একটি সড়ক ফজলু মেলেটারির ঘোনার সাথে মিশেছে। এই সড়ক বাইপাস সড়ক বামন্দী, কাজিপুর ও তেঁতুলবাড়ীয় ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করে। এছাড়াও বামন্দী বাজার থেকে আহলে হাদিস মসজিদের পাশ দিয়ে ভিটাপাড়া পর্যন্ত প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। রাস্তাটি এলাকার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন। এখানকার বাসিন্দাদের নানামুখি সুবিধা বিবেচনা করে এলাকার মানুষ বেশ প্রশস্থ সড়ক করেছেন।
জানা গেছে, প্রায় ২০ বছর আগে সড়কটিতে হেরিং বন্ড করে বামন্দী ইউনিয়ন পরিষদ। যুগ যুগ ধরে এলাকার মানুষ সড়ক দিয়ে চলাচল করে আসছেন।
মানব বন্ধনে বক্তারা পিটিআই সুপার আতিয়ার রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে বলেন, এলাকার মানুষ বারবার তাঁর কাছে ধর্না দিয়েছেন। অথচ তিনি তাতে কর্ণপাত করেননি। ডিসি, এসপি ও ইউপজেলা নির্বাহী অফিসারের ভয় দেখিয়ে তিনি ঘর নির্মান কাজা চালিয়ে যাচ্ছিলেন। প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে শায়েস্তা করার হুমকিও দিচ্ছেন বারবার। তাই বাধ্য হয়ে মানব বন্ধন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিটিআই সুপার আতিয়ার রহমান যে মানের চাকুরি করেন তার চেয়ে কয়েকশ গুণ বেশি সম্পদ তৈরী করেছেন। এর উৎস কি ? এছাড়াও তিনি সরকারি গাড়ী নিয়ে প্রতি সপ্তাহে এলাকায় আসেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য দুদকের প্রতি আহবান জানান তারা।
বক্তারা আরও বলেন, তার বাড়ির পাশে সড়কের অর্ধেক অংশের ইট তুলে ফেলা হয়েছে। তিনি যতক্ষণ না রাস্তা সংস্কার করে দিবেন ততক্ষণ পর্যন্ত তার ভবন নির্মান বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।
এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের রাস্তা রক্ষায় উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসন ও পুলিশ বিভাগের প্রতি আহবান জানান অনুষ্ঠানের বক্তারা।
মানব বন্ধনে ফারুক মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইছার উদ্দীন, আশরাফুজ্জামান বাবু, আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হক। উপস্থিত ছিলেন বেনজির হোসেন, হুমায়ন কবির, সেরেগুল হক, পাঞ্জাব আলী, খবির উদ্দীন, ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুস সালাম, রোকনুজ্জামান, নাছিম, ওবাইদুল হক, লিটন হোসেন, তরিকুল ইসলাম, মোঃ মঞ্জু ও হাজী হাফেজসহ এলাকার বিভিন্ন শ্রেণির নারী পুরষ।
গাংনীর বামন্দীতে রাস্তার উপর দিয়ে ঘর নির্মান করছেন এক সরকারি কর্মকর্তা \ আন্দোলনে গ্রামবাসী
268