গাংনীর বামন্দী ইসলামী এজেন্ট ব্যাংকে দুর্ধর্ষ চুরি
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার গ্রীল ও ভল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় চোরেরা ভল্টে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সেই সাথে চোরের দল এসময় ব্যাংকে থাকা সিসি ক্যামেরার ডিভিআর /হার্ডডিক্সটি খুলে নিয়ে গেছে। গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ব্যাংকের অফিস সহকারি শাহাদত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে সকলেই ব্যাংকের কাজ শেষে বাড়িতে চলে যান। আজ মঙ্গলবার সকালে এসে দরাজা খুলে ব্যাংকের জানলার গ্রীল কাটা। পরে ভিতরে গিয়ে ভল্ট ভেঙে টাকা ও সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে যাবার ঘটনা দেখতে পেয়ে ব্যাংক ম্যানেজারকে জানান। সেই সাথে খবর দেয়া হয় পুলিশে।
বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল জানান, সকাল ৯ টায় অফিস সহকারি ব্যাংকের চুরির ঘটনাটি ফোন করে অবহিত করে। ভল্টে ৮ লাখ ১০ হাজার টাকা রাখা ছিলো। তিনি আরো জানান, বাংকের নিজস্ব কোন নাইট গার্ড নেই তবে বাজারে নাইট গার্ড রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
গাংনী থানার ওসি বনি ইসমাইল জানান, চোরেরা ব্যাংকটির পেছনের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে গেছে। ঘটনার পর পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে। ইতোমধ্যে চুরির ঘটনায় স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।