গাংনীর ভোমরদহের রফিকুল মেম্বর আর নেই…
এম চোখ ডট কম, গাংনী:
গাংনীর ভোমরদহ গ্রামের রফিকুল ইসলাম (৪৮) আর নেই। গেল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি অইন্নাইলাহি রাজিউন। রফিকুল ইসলাম গাংনী কাঁচা বাজারের একজন আড়তদার ছিলেন।
তিনি ভোমরদহ গ্রামের বিলপাড়ার মোছাব উদ্দীনের ছেলে।
মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাহারবাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বর নির্বাচিত হন রফিকুল ইসলাম।
পারিবারিক সুত্রে জানা গেছে, গেল রাত সাড়ে এগারটার দিকে তার বুকে ব্যথা অনুভব হয়। তাকে নেওয়া গাংনী হাসপাতালে। তবে হাসপাতালে পৌছুনোর আগেই তার মৃত্যু হয়।
আজ শুক্রবার বাদ জুম্মা ভোমরদহ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাযা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন হবে।