গাংনীর মটমুড়া ইউপির ২নং ওয়ার্ড উপ নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য (মেম্বর) উপ নির্বাচনে ফজলুর রহমান নামের এক প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বুধবার (০৩ মে) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়পত্র প্রত্যাহারের আবেদন করেন।
জানা গেছে, মটমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য পদের উপ নির্বাচনে কামাল হোসেন ও ফজলুর রহমান এবং প্রয়াত মেম্বর সুবহান আলীর স্ত্রী পলিয়ারা খাতুন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ফজলুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দী প্রার্থী রয়েছেন পলিয়ারা ও কামাল হোসেন।
গেল ১৪ ফেব্রæয়ারী হলুদ সিদ্ধ করার গরম পাানিতে পড়ে মৃত্যু বরণ করেন মটমুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মহাম্মদপুর গ্রামের সোহবান আলী। ফলে ২নং ওয়ার্ড মেম্বর পদটি শুন্য ঘোষণা করেন নির্বাচনী তফশীল দেয় নির্বাচন কমিশন। তফশীল অনুযায়ী আগামি ৮ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ভোট গ্রহণ ২৫ মে। ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠেয় মটমুড়া ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ড সদস্য পদে জয়লাভ করেছিলেন প্রয়াত সোবহান আলী।