এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলার মাইলমারী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার বিকেলে রান্নাঘরের চুলো থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনের লেলিহান শিখায় দুই পরিবারের সদস্যরা মাথা গোজার ঠাঁই হারিয়েছে বলে জানালেন তাদের প্রতিবেশীরা।
স্থানীয় সুত্রে জানা গেছে, আব্বাস আলীর বাড়ির রান্নাঘরের চুলার আগুন থেকে শুক্রবার বিকেলে আগুনের সুত্রপাত। বাড়ির লোকজন টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুনের লেলিহানশিখা এতটাই তীব্র ছিল যে তা মুর্হূর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। আব্বাস আলীর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে তার গোয়ালঘরে। সেখান থেকে প্রতিবেশী আইনালের ছেলে রিপন আলীর বসতবাড়িতেও আগুন লাগে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছুনোর আগেই বাড়িঘরের সব কিছু পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আব্বাস আলী ও রিপন আলী পেশায় ভ্যান চালক। আগুনে তাদের বাড়ির নগদ কিছু টাকা ও সব মালামাল পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় রিপন হোসেনের পরিবারের মাথা গোজার ঠাই নেই। ক্ষতিগ্রস্থ দু’টি পরিবারের সদস্যদের দ্রুত সহযোগিতা প্রয়োজন বলে জানালেন তাদের প্রতিবেশীরা।
394
previous post