345
গাংনীর যেসব এলাকায় বিদ্যুত বন্ধ থাকবে
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির আওতাধীন গাংনী উপকেন্দ্রের (সাব স্টেশন) সঞ্চালন লাইনে শনিবার (৯ ডিসেম্বর) বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ।
মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী জোনাল অফিস সুত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতেই প্রতি বছরের ন্যায় এবারও উপকেন্দ্রের বার্ষিক এই রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
বিদ্যুত বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী জোনাল অফিসের ডিজিএম।
যেসব এলাকায় বিদ্যুত বন্ধ থাকবে তার তালিকা: