গাংনীর রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতাল নতুন ভবনে
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী রবিউল রবিউল ইসলাম মোমোরিয়াল হাসপাতাল নতুন ভবনে কার্যক্রম শুরু করেছে। গাংনী পশু হাসপাতালের পূর্বপাশের একটি চারতলা ভবনে মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে দো’আ মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক পুষ্টিবীদ তরিকুল ইসলাম বক্তব্যে তিনি হাসপাতালের স্বাস্থ্য সেবার বিষয়ে নানা তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহবুব আলম, ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ বিডি দাস, ডাঃ শোভন মল্লিক, ডাঃ ইসরাত জেরিন ইভা, ডাঃ আবু সালেহ ইমরান, আনছার কমান্ডার আবুল কাশেম, প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর ইকরামুল হক। দো’আ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাও. ইলিয়াছ হোসেন। উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এর আগে গাংনী হাসপাতাল বাজারের একটি ভবনে এ হাসপাতালের কার্যক্রম ছিল। নতুন এই ভবনটির চারতলা জুড়েই হাসপাতালের আরও উন্নত সেবা চালু করা হয়েছে বলে জানান পরিচালক তরিকুল ইসলাম।