214
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর রাইপুর ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ইউনিয়নের দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুজ্জামান মঙ্গল। বিশেষ অতিথি ছিলেন রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউনিয়ন আা.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, আওয়মী লীগ নেতা মনিরুজ্জামান আতু, আবুল বাশার ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান রেজা সেন্টুসহ আওয়মীলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৫০০ টি কম্বল বিতরণ করা হয়।